তুচ্ছ নিবেদন!

Salat - Miftahul-Uloom
সালাত

তুচ্ছ নিবেদন!

আল্লাহ তাআলার কাছে পেশ করার উদ্দেশ্যে সবচেয়ে প্রিয় যে ইবাদত আমরা করি, তা হচ্ছে নামাজ। এই নামাজকে উত্তম থেকে উত্তম বানানোর চেষ্টা আমাদের করা চাই।
আর পুরো নামাজ উত্তম ও সুন্দর হবে না, যতক্ষণ নামাজের প্রতিটি রোকন সুন্দর না হয়।
নামাজের মূল রোকন চারটি।

  • কিয়াম,
  • রুকু,
  • সিজদা,
  • বৈঠক।

প্রতিটি রোকন আলাদা কাইফিয়াত, আলাদা অনুভূতি নিয়ে আদায় করা চাই।
নামাজের একটা রোকন হচ্ছে বৈঠক। আমরা আত্তাহিয়াতু পড়ার জন্যে বসি।
এই বৈঠকটিও ভিন্ন এক কাইফিয়াত নিয়ে আদায় করা দরকার।
এক কর্মচারী তার কাজকর্মের হিসাব নিয়ে মালিকের সামনে বসেছে। কিংবা এক আশেক উপহারের ডালি নিয়ে তার প্রেমাস্পদের সামনে বসেছে।
বসে সে কি নিবেদন করছে?
দূজানু হয়ে মাথা নিচু করে সে কি বলছে?
হে আমার মাওলা! আমার সমস্ত জবানি প্রশংসা, আমার সমস্ত শারীরিক ইবাদত, আমার সমস্ত আর্থিক ইবাদত আমি পেশ করতে বসেছি।
অথচ আমি তো জানি, ইবাদতের হক আমি কতটুকু আদায় করতে পেরেছি।
আমিই বা কী! আমার ইবাদতই বা কী!
একবার সে তার রবের আজমতের দিকে তাকায়, আরেকবার নিজের রিয়াযুক্ত, গাফলতিভরা ইবাদতের দিকে নজর করে। আল্লাহর শান আর তার মুকাবিলায় নিজের উপহারের তুচ্ছতা যখন তার নজরে পড়ে লজ্জায় তার অন্তর আড়ষ্ট হয়ে উঠে।
তখন তার মনে হতে থাকে, আমার এই আমল, আমার এই ইবাদত তো কেবল জুলুম আর জুলুমই!
তাই পরম লজ্জায় সে বলে উঠে,
আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি……